Err0r

A minimal but informative blog developed and managed by Tarunna


চার্জে দিয়ে মোবাইল চালানো

গুজব বনাম আসল সত্যতা



ফেসবুকে তো নানা সময়ে নানা কিছু ভাইরাল হয়। যার বেশিরভাগই গুজব। এর মধ্যে বাংলাদেশে যা ভাইরাল সবই বোধহয় গুজব। বেশ কিছুদিন আগে বাংলাদেশে একটা বেশ জিনিস ভালোই ভাইরাল হয়। সেটা হলো, চার্জে দিয়ে মোবাইল চালালে মোবাইল বিস্ফোরিত হয়ে যাওয়ার'সহ নানা কিছু হয়। ভারত নাকি রংপুর কোথায় কোথায় কে কে নাকি ইহজগতের মায়া ছেড়ে দিসে এই মোবাইল বিস্ফোরণের চক্করে।

এখন এই ভাইরাল জিনিস দেখে সবাই বিশ্বাস তো করলই, উপরন্ত শেয়ার করে আর কঠোরভাবে মেনে, অন্যকে মানিয়ে এমন এক অবস্থা সৃষ্টি করল যা বলার বাইরে। অন্যদের মত আমিও বিষয়টি বিশ্বাস করে নিলাম। কারণ যাই বলেন ভাই, আজকের দিনে মানুষের কাছে নিজের সঙ্গী/সঙ্গীনির তুলনায় মোবাইল বেশি প্রিয়। আমার কাছে ভাই আমার মোবাইল অনেক প্রিয়।

এখন এটা বড় কথা না। বড় কথা হচ্ছে, চার্জের সময় মোবাইল ব্যবহার করলে কি হয়? আসলেই কি কিছু হয়? কোমর বেঁধে নামলাম। খুঁজে ফেললাম পুরো ইন্টারনেট। স্যামসাং থেকে শুরু করে হুয়াওয়ে সবার ওয়েবসাইট তোলপাড় করে ফেললাম।

অবশেষে আমি যে সিদ্ধানে উপনীত হলাম, চার্জে দিয়ে মোবাইল চালালে আসলে কিছু হয় নাই। আসলেই কিছু হয় না এবং কিছু না মানে কিছুই না। মোবাইলে ব্লাস্ট হওয়া, শরীরের মধ্যে দিয়ে কারন্ট যাওয়া ব্লা ব্লা ব্লা কিছুই না। জাস্ট মোবাইল একটু ধীরে চার্জ হয়। কেন? কারণ চার্জ হওয়ার সাথে চার্জ ব্যবহারও হচ্ছে। কারণ, যেহেতু আপনি মোবাইল চালাচ্ছেন। তাহলে যেটা ভাইরাল হলো? সিম্পল কথা, গুজব। আর যে ছবি বা ভিডিও সেখানে ছিল? এটা তো আরো সিম্পল, "এগুলো ইডিট করা যায় ভাই"।

মূল কথার সারসংক্ষেপ হলো চার্জে দিয়ে মোবাইল চালালে কিছুই হয় না। তাই নিশ্চিন্তে নিরবিচ্ছিন্ন মোবাইল টেপাটেপি চালায় যেতে পারেন। শুভকামনা।


তথ্যসূত্র:
1. https://www.quora.com/Is-it-OK-to-use-your-phone-while-charging
2. https://www.samsung.com/ca/support/mobile-devices/can-you-use-phone-while-charging/



ভালো থাকবেন, ভালো রাখবেন। Bদায়
logging out.......